রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শ্যামলীতে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান বাদশাহ ফয়সল ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) একাধিক শূন্য পদে শিক্ষক নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আবেদনপত্র জমা দিতে হবে।
শূন্যপদসমূহ:
১. সহকারী শিক্ষক (বাংলা), মাধ্যমিক – ১ জন (পুরুষ)
২. সহকারী শিক্ষক (গণিত), মাধ্যমিক – ১ জন (পুরুষ)
৩. সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), মাধ্যমিক – ১ জন (পুরুষ)
৪. সহকারী শিক্ষক (গণিত), প্রাথমিক – ১ জন (পুরুষ)
৫. সহকারী শিক্ষক (আরবি), প্রাথমিক – ১ জন (পুরুষ)
৬. আবাসিক শিক্ষক (ছাত্রাবাস), গণিত/ইংরেজি/বিজ্ঞান – ৩ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স পাশ হতে হবে এবং ন্যূনতম GPA ২.৫০ থাকতে হবে। আবাসিক শিক্ষকের ক্ষেত্রে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী (নিজস্ব অর্থায়নে)।
যোগাযোগ:
মোবাইল: ০১৯৭৯-০০৪৫৪৫ (হোয়াটসঅ্যাপ)
ইমেইল: bficollege@gmail.com